নলছিটিতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা


ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে সামনে রেখে মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়ে দেশব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে সভায় জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, নলছিটি থানা পুলিশের প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, নলছিটি পৌরসভা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এডভোকেট আল আমীন, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা শাহাদাৎ ফকিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক জেলে ও মৎস্যজীবী সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এ মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা সতর্ক করে বলেন, প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ করা না গেলে জাতীয় সম্পদ ইলিশ একসময় অস্তিত্ব সংকটে পড়তে পারে। তাই জেলেদের অভিযানকালীন সময়ে নদী থেকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
ভিওডি/ এমএইচ