মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু


ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন রাজবাড়ী ও গোয়ালন্দসহ দেশের সব নদনদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে নৌপুলিশ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী। জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
ইতোমধ্যে জেলেপল্লিগুলোতে মাইকিং, লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। স্থানীয়দের মতে, জেলেরা এখন অনেক সচেতন, তাই আইন ভেঙে নদীতে নামবেন না কেউ।
তবে ইলিশ ধরা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্রেতাদের ভিড় বেড়েছে মৎস্যঘাটগুলোতে। যদিও ক্রেতারা জানিয়েছেন, ইলিশের দাম এখনো স্বাভাবিক রয়েছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “২২ দিন নদীতে কঠোর নজরদারি থাকবে। সব প্রস্তুতি সম্পন্ন।”
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা সতর্ক করে বলেন, “জেলেরা যদি আইন অমান্য করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে আইন ভঙ্গকারীরা ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই নিষেধাজ্ঞা শুধু আইন নয়—জেলেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য।”
ভিওডি বাংলা/ আরিফ