• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ডাসারে অন্বেষণ পাঠাগারের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ডাসারের অন্যতম লাইব্রেরি অন্বেষণ পাঠাগারের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর)উপজেলার আইসার বাজারে প্রতিষ্ঠিত অন্বেষণ পাঠাগার ভবনে অনুষ্ঠিত হয়।

জয়নাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভিসি অধ্যাপক ড.এইচ এম জহিরুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক বাবু সুকুমার চক্রবর্তী,ডাসার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক ও পাঠাগারের সহ-সভাপতি সাইফুল ইসলাম,সার্বিক সহযোগিতায় ছিলেন মামুন হাওলাদার,  নুরুল ইসলাম হাওলাদার,শাহ আজম ও গোলাম কিবরিয়া।এলাকার শিক্ষক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের পূর্বে পাঠাগারের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য পাঠাগারটি ২৬ মার্চ ২০০২ তারিখে প্রতিষ্ঠিত হয়। এ বছর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ১৬ মে ২০২৫ ডাসার উপজেলার স্কুল কলেজের ২০০র অধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করা হয়। চিত্রাঙ্কন, হাতের লেখা, কবিতা আবৃত্তি, সাধারন জ্ঞান,  উপস্থিত বাগ্মিতা ইত্যাদি ক্যাটাগরিতে ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্য থেকে বিজয়ী ৫৬ জন প্রতিযোগীকে বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ পুরষ্কার হিসাবে প্রদান করা হয়। পাঠাগার কর্তৃপক্ষ এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে সমগ্র জেলাব্যাপী আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান।

পাঠাগারের সভাপতি জয়নাল মোল্লা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে বলেন,বই-ই আমাদের প্রকৃত বন্ধু।প্রযুক্তির অগ্রগতির ফলে মোবাইল আসক্তি বাড়ছে, যা থেকে শিশুদের রক্ষা করতে হবে।

অন্বেষণ পাঠাগার "শিক্ষা স্বাস্থ্য পরিবেশ,  তিন অগ্রাধিকারে গড়ি দেশ" স্লোগানকে মূল উপজীব্য করে তার কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভিওডি/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপি'র মতবিনিময় সভা
শিবচরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপি'র মতবিনিময় সভা
নলছিটিতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা
নলছিটিতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা
রাজশাহী মোহনপুরে ড্রাগন চাষে সফলতার দুয়ার
রাজশাহী মোহনপুরে ড্রাগন চাষে সফলতার দুয়ার