শিবচরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপি'র মতবিনিময় সভা


মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মাদারীপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি,উপজেলার সাবেক আহ্বায়ক ও বিএনপি'র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য,মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শিবচর পৌরশহরের তাঁর নিজ বাসভবনে মাদারীপুর জেলা ও শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসময় তিনি সাংবাদিকদের নিয়ে তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কামাল জামান মোল্লা বলেন,দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা বিএনপি'র কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিলোনা। ফলে সাংগঠনিকভাবে আমরা অনেকটা এলোমেলো অবস্থায় ছিলাম। সাবেক নেতৃত্ব তিনটি গ্রুপে বিভক্ত হয়ে আলাদাভাবে মনোনয়ন প্রত্যাশা করছেন ও প্রচারণা চালাচ্ছেন।এতে করে দলীয় অন্তর্দ্বন্দ্ব ক্রমেই বেড়ে যাচ্ছিল।কিন্তু বর্তমানে নতুন কমিটি হওয়ায় আমি খুবই আনন্দিত এবং বিমোহিত।
তিনি আরও বলেন,দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করা হয়েছে। দল যাকে উপযুক্ত মনে করে তাকে মনোনয়ন দেবে,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো,ইনশাআল্লাহ। আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দিবে,আমরা তাকেই মেনে নিবো।দল যাকে মনোনয়ন দিবে আমরা তাঁরই পাশে থেকে ধানের শীষের নির্বাচন করবো।
এছাড়াও কামাল জামান মোল্লা আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মাদারীপুর-১(শিবচর) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন পাওয়ার তীব্র ইচ্ছে ব্যক্ত করেন।
পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এসময় মাদারীপুর জেলা ও শিবচর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক ও স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি/ এমএইচ