• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজাপুরে আম বাগানের চারা কেটে নষ্ট করার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, প্রতিবেশী তার আম বাগানের চারা কেটে নষ্ট করেছেন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন শিকদার জানান, প্রায় ২৫ শতাংশ জমিতে তিনি রেন্ট্রি, মেহগনি, নারিকেল ও সোলমসহ বিভিন্ন গাছ বিক্রি করে মাটি খনন করে আম বাগান করার উদ্যোগ নেন। ৩০ হাজার টাকার বেশি খরচ করে তিনি আম গাছের চারা রোপণ করেন। “কিন্তু একই এলাকার আলতাফ শিকদার, তার স্ত্রী খাদিজা বেগম ও মো. হাসানুল কবির বাচ্চু দেশীয় অস্ত্র ব্যবহার করে আমার সব চারা কেটে ফেলেছে,” অভিযোগ করেন তিনি।

কামাল হোসেন বলেন, “আমি নিজের খরচে চারা রোপণ করেছি। এতে বহু শ্রম ও অর্থ ব্যয় হয়েছে। প্রতিবেশীর এমন আচরণ সম্পূর্ণ অবিচার এবং আমার জমি ও শ্রমের উপরে অনধিকার হস্তক্ষেপ।”

অভিযুক্ত আলতাফ শিকদার অভিযোগ অস্বীকার করে জানান, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে এবং এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশী প্রক্রিয়া চলমান। সালিশীদারদের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত কেউ জমি দখল করতে পারবে না। কিন্তু কামাল শিকদার সেই সিদ্ধান্ত অমান্য করে গাছ রোপণ করায় বাধা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কামাল হোসেন আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তার ক্ষতি পূরণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৪
চাঁদপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৪
চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
চাটমোহরে ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ
সুন্দরগঞ্জে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
সুন্দরগঞ্জে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ