কুষ্টিয়ায় বিজিবি'র অভিযানে নকল বিড়ি উদ্ধার


কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১ টি মোটরসাইকেল, ১ টি মোবইল, ২ টি সীমকার্ড, নগদ ১৫৫৯০ টাকা, এবং ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মালিকবিহীন অবস্থায় ৯০৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়া- ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, (২ অক্টোবর) ভেড়ামারা ঠোটারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৯ হাজার ৪০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ সাতানব্বই হাজার দুইশত) টাকা।
অপরদিকে মুন্সিগঞ্জ নামক স্থানে নম্বর-৬৭০৭৯ নায়েক সিগঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তিন জন কে আটক করা হয়। এই সময় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটরসাইকেল, ১ টি মোবাইল, নগদ ১৫,৫৯০/- (পনের হাজার পাঁচশত নব্বই) টাকা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল ও মোটরসাইকেলসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে । মালিকবিহীন অবস্থায় আটককৃত চোরাচালানী মালামাল ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ