• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শ্রমজীবীদের ভোটাধিকার বঞ্চনায় অমর্যাদা: সাইফুল

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পি.এম.
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত দেড় দশকে ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশী অমর্যাদার শিকার হয়েছেন। ভোটের অধিকার না থাকায় শ্রমিকেরা আরও গরীব ও অধিকারহীন হয়েছেন।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে সাভারে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সাইফুল হক বলেন, গণ-অভ্যুত্থান গত ১৪ মাসে শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে পারেনি,  শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের জীবনের কষ্ট লাঘব করেনি। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ - অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী জীবন দিলেও গত ১৪ মাসে  তাদের জীবন আরও দূর্বিসহ হয়েছে, তাদের প্রকৃত আয় কমেছে,দারিদ্র্য বেড়েছে। অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশী প্রতারণার শিকার হয়েছেন।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বৈষম্য বিলোপের ডাক নিয়ে অভ্যুত্থান হলেও গত এক বছরে একদিকে  সমাজে বৈষম্য  আরও প্রকট হয়েছে, আর অন্যদিকে পুরানো দূর্বৃত্ত অর্থনৈতিক ব্যবস্থা আরও জেকে বসেছে।তিনি বলেন, দূর্বৃত্ত মাফিয়া নিয়ন্ত্রিত অর্থনৈতিক  ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে উপরসা রাজনৈতিক সংস্কার দিয়ে বেশীদূর এগুনো যাবেনা।

তিনি বলেন, সরকারের দক্ষতা ও কার্যকারীতা বাড়াতে না পারলে অবাধ নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে।তিনি ফেব্রয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল নির্বাচন কমিশন,ভোটার ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে আস্থায় নিতে সরকারের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা  জামালী বলেন, শ্রমিকদেরকে অমানবিক জীবনে রেখে দিয়ে আসলে উৎপাদনশীলতা বাড়বেনা।শ্রমজীবী সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে না পারলে আখেরে কোন সংস্কারও কাজে দেবেনা।তিনি বলেন,গণ-  অভ্যুত্থানের পরেও নারীদেরকে হেনস্তার শিকার হতে হচ্ছে।তিনি অধিকার আদায়ে নারী পুরুষের ঐক্যবদ্ধ লড়াই জোরদার করার ডাক দেন।

শ্রমিক নেত্রী শাহনাজ আকতারের   সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক  যুবনেতা বাবর চৌধুরী, আবু হানিফ, শ্রমিক নেতা আবুল কাশেম,  মোহাম্মদ লিটন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদ আবু সাঈদ,  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই  শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ গণ - অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকবো
ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকবো
নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত : পরওয়ার
নির্বাচনে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত : পরওয়ার
পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না- জাগপা
পার্বত্য অঞ্চলকে অশান্ত করে হিন্দুস্তানি আওয়ামী খোয়াব পূরণ হবে না- জাগপা