বালিগাঁও নিজ উদ্যোগে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান উদ্যোগ গ্রহণ


ফেনীর সদর ৭ নং বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি মেইন রোডের দু’পাশের পাশাপাশি বাজার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান এর আজ্ঞিনা ও সডক এর দুইপাশ এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ড ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বালিগাও ইউনিয়নের সাবেক সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রসুল আমিন পাঠোয়ারীর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম সম্পন্ন হয়। রাস্তার পাশে থাকা বন-জঙ্গল ও আগাছা নিধনের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়।
অভিযানের তত্ত্বাবধান করেন রসুল আমিন পাঠোয়ারী। এসময় পরিদর্শনে এসে সদর উপজেলা সেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব বেলাল হোসেন বেলাল বলেন, "জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আমরা চাই সদরের ১২টি ইউনিয়নেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হোক।"
পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদুল হক মিলন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ছেরাজ, জাবেদ, তারেক মানিক, রাসেলসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, সমাজ গঠনে এমন মহৎ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ