• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহিদুল আলমের কাজকে ‘বিবেকের গর্জন’ আখ্যা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এ.এম.
শহিদুল আলমের ছবি দিয়ে পোস্ট করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের সাহসিকতার প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ পদক্ষেপকে ‘বিবেকের গর্জন’ বলে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলমের একটি ছবি শেয়ার করে তারেক রহমান লিখেন, “গাজা ফ্লোটিলায় শহিদুল আলমের সাহসী পদক্ষেপ কেবল সংহতির নয়, এটি বিবেকের গর্জন।”
 
তিনি লিখেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি (শহিদুল আলম) বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করে না।
 
বিএনপি সব সময় ফিলিস্তিনের জনগণের সঙ্গে আছে বলেও পোস্টে উল্লেখ করেন তারেক রহমান।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে যোগ দেওয়ার কথা জানান শহিদুল আলম। পরদিন, ২৮ সেপ্টেম্বর, তিনি ইতালির উদ্দেশে রওনা দেন এবং সেখান থেকেই গাজার উদ্দেশে এই ফ্লোটিলায় অংশ নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার স্বামীকে হত্যা করা হয়েছে
নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে হত্যা করা হয়েছে
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ
৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ