• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ২৪ ঘণ্টায় ৫১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ১০:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকেলের মধ্যে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৪ জন গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

আগামী রোববারের মধ্যে নিজের ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়ত হামাসের ওপর নরক নেমে আসবে বলে হুমকি দিয়েছেন তিনি। এছাড়া গাজার মানুষকে নিরাপদস্থানে সরে যেতে বলেছেন ট্রাম্প। কিন্তু তারা কোন নিরাপদ স্থানে যাবে সেটি উল্লেখ করেননি তিনি।

শুক্রবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ২০ দফার প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। সেখানে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছেন তিনি। সঙ্গে হামাসকে সব অস্ত্র সমর্পণ করতে হবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ চুক্তি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন। তবে কাতারে অবস্থানরত হামাস নেতারা শর্তসাপেক্ষে চুক্তি মেনে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
বন্দুকধারীদের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক
দক্ষিণ আফ্রিকায় হোস্টেল: বন্দুকধারীদের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ১ হাজার ৮শ’
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ১ হাজার ৮শ’