• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজাপুরে জমি বিরোধে ভুক্তভোগীর ওপর হামলা

ঝালকাঠি প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১২:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে মো. কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কামরুল ইসলাম আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজাপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), মো: ফরিদ (পিতা: এনসান), মো: আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং ইন্ধনদাতা মো. শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। পিছন থেকে আকস্মিক হামলা করে মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় তারা। এতে কামরুলের মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশেও কোপের আঘাত রয়েছে।

কামরুলের ভাই জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে এবং ওই জমি ভোগদখল করছিলেন কামরুল। হামলাকারীরা শুক্রবার সকালে ওই জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তিনি ও কামরুল সেখানে যান। কোনো ধরনের অস্ত্র ছাড়া ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, “আমার ভাইকে এমনভাবে কুপিয়েছে যেন মেরেই ফেলবে।”

কামরুলের বোন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে এলাকাবাসীরাও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন