• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জ মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে দুধর্ষ ডাকাতি

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ১২:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মহাসড়কে সামুরাইসহ দেশীয় অস্ত্র নিয়ে চলন্ত প্রাইভেটকার থামিয়ে এক দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া এগারোটায় এই হামলায় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন, ২৫-৩০ বছর বয়সী ১৪-১৫ জনের একটি দল একটি প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই। তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়।

ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাঁচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি শুনেছেন তবে তা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে। যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের প্রথমে এটিকে ‘ঢিল ছোড়ার ঘটনা’ বলে উল্লেখ করলেও বিস্তারিত তদন্তের আশ্বাস দেন।

প্রকাশ্যে মহাসড়কে এমন দুধর্ষ ডাকাতির ঘটনায় চলাচলকারী যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সড়কের নিরাপত্তা জোরদার করে দুষ্কৃতকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
বরগুনায় ১৪৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০
সিরাজগঞ্জ-১ জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ১০