সাতক্ষীরা টিটিসির দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দুই শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছেমাফিক ক্লাস নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
ফলে টিটিসির প্রশিক্ষণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ অভিভাবকরা।
তথ্যানুসন্ধানে জানা যায়, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম ও ইলেকট্রিক্যালের ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম নিজেদের ইচ্ছা মাফিক ক্লাস নিয়ে থাকে। সঠিক গাইডলাইন ফলো না করে ক্লান নেন তারা। প্রত্যেক ট্রেডের জন্য বরাদ্দকৃত মালামাল সঠিক পদ্ধতিতে ক্রয় না করে ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের কাছ থেকে বিল পাশ করিয়ে নেন। এছাড়ও ক্লাসের নির্ধারিত সময়ে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে বিভিন্ন চায়ের দোকানে তাদের আড্ডাও দিতে দেখা যায়।
যার ফলাফল স্বরূপ বিপর্যয় নেমেছে টিটিসির এই দুই ট্রেডের শিক্ষার্থীদের ওপর। সম্প্রতি কম্পিউটার ট্রেডের ২৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মাত্র এক জন পাশ করতে পেরেছে। অন্যদিকে ইলেকট্রিক্যালে ২৪ জন প্রশিক্ষনার্থীর মধ্যে ১০ জন পাশ করতে পেরেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষনার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন এভাবে চলতে থাকলে এক সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মান কমতে থাকবে। যা কারও কাম্য নয়। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এসকল অভিযোগের বিষয়ে জানতে কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর মঈনুল ইসলাম ও ইলেকট্রিক্যালের ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভিওডি বাংলা/ এমএইচ