• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পি.এম.
সড়ক দুর্ঘটনা। সংগৃহীত ছবি

গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। একই সময়ে ১৭টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ এবং ২৯টি রেল দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ও সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছে। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৩ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। দুর্ঘটনায় নিহত পথচারীর সংখ্যা ১১২ জন (২৬.৮৫ শতাংশ) এবং চালক-সহকারী নিহত হয়েছেন ৫৬ জন (১৩.৪২ শতাংশ)। গত মাসে নিহত শিক্ষার্থীর সংখ্যা ৪৯ জন।

পর্যবেক্ষণে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি জাতীয় মহাসড়কে, ১৩৯টি আঞ্চলিক সড়কে, ৫৭টি গ্রামীণ সড়কে এবং ৮৯টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে ৯২টি ছিল মুখোমুখি সংঘর্ষ, ১৭১টি নিয়ন্ত্রণ হারানো, ১১৯টি পথচারী চাপা দেওয়া এবং ৫৮টি ছিল পিছন থেকে ধাক্কা।

ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশালে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় নিহত ১৪ জন। জেলা পর্যায়ে চট্টগ্রামে সর্বাধিক ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। মাগুরায় সবচেয়ে কম ৮টি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচলকে চিহ্নিত করা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের সুপারিশে বলা হয়েছে, অধিকাংশ দুর্ঘটনা অতিরিক্ত গতির কারণে ঘটছে। তাই প্রযুক্তিভিত্তিক নজরদারি, চালকদের প্রশিক্ষণ ও গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা বাড়ানো জরুরি।

ভিওডি নাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করল ঐকমত্য কমিশন
চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করল ঐকমত্য কমিশন
বাংলাদেশ-চীন জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হলো : ড. ইউনূস
বাংলাদেশ-চীন জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হলো : ড. ইউনূস
প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি
প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি