• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লিটন। ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লিটন (৪৫)-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মোছাঃ নার্গিস আক্তার (৩৮) নামের এক নারী গত রোববার (২৮ সেপ্টেম্বর) ঈশ্বরদী থানায় এ মামলা করেন।

অভিযুক্ত লিয়াকত হোসেন লিটন দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আফজাল মহুরীর ছেলে। আর মামলার বাদী মোছাঃ নার্গিস আক্তার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহের প্রলোভন দেখিয়ে গত ১১ মাস ধরে লিটন বিভিন্ন স্থানে নিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পাবনার ঈশ্বরদী থানাধীন স্বপ্নদ্বীপ রিসোর্ট, বগুড়ার একটি আবাসিক হোটেল এবং তার কয়েকজন বান্ধবীর বাসায় নিয়ে গিয়ে লিটন জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে (প্রায় ৯টার সময়) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের একটি কক্ষে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে বিবাহের চাপ প্রয়োগ করলে লিটন প্রথমে নানা টালবাহানা শুরু করেন এবং পরে তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

বাদী আরও জানান, তিনি ২৭ সেপ্টেম্বর ভাঙ্গুড়ার বিএলবাড়ী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় গিয়ে লিটনের সঙ্গে দেখা করে পুনরায় বিবাহের দাবি জানান। কিন্তু লিটন সেখানে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে ও স্থান ত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন। স্থানীয়রা আশ্বাস দেওয়ায় তিনি বাড়ি ফিরে যান।

এরপরের দিন, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫১ মিনিটে, লিটনের বন্ধু মোঃ আঃ রহিম বাচ্চু নিজের মোবাইল ফোন থেকে বাদীর মোবাইলে কল দিয়ে তাকে হুমকি দেন এবং বলেন, এই বিষয়ে বেশি কিছু করলে ক্ষতি হবে। বাদীর দাবি, রহিম বাচ্চু তার কাছ থেকে বিয়ে দেওয়ার কথা বলে তিন লক্ষ টাকা নিয়েছে, যার প্রমাণস্বরূপ সিসিটিভি ফুটেজ রয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত লিয়াকত হোসেন লিটনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন