• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটে

ভিওডি বাংলা ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পি.এম.
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ-ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমেই গ্রহণ করা হবে। এ ব্যালট ট্র্যাকিংয়ের জন্য আগামী নভেম্বরে একটি বিশেষ অ্যাপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস’ (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

ইসি সানাউল্লাহ বলেন, “অনলাইন ভোটিং নিয়ে অনেক প্রস্তাব এসেছে। কিন্তু এটি এখনো বিশ্বব্যাপী নিরাপদ ও গ্রহণযোগ্য মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। তাই আপাতত আমরা পোস্টাল ব্যালটের পথেই যাচ্ছি।”

তিনি আরও জানান, নভেম্বর মাসের মধ্যে ‘Postal Vote BD’ নামে একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালটের জন্য আবেদন করতে পারবেন এবং ব্যালট গ্রহণ থেকে ফেরত পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ব্যালট সরাসরি ভোটারের নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে।

সভায় স্থানীয় প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মাহবুব হোসাইন, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, উপদেষ্টা জালাল আহমদ, জাতীয় নাগরিক পার্টি ডায়াস্পোরা এলায়েন্সের ইশতিয়াক আকিব ও ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক প্রমুখ।

ইসি সানাউল্লাহ আরও বলেন, “প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে অভিজ্ঞতা নিতে আমরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে, এবং শিগগিরই এ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে
আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে
থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন
থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন
মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৩৭৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৩৭৭ বাংলাদেশি আটক