রাজশাহীতে ছাত্রদল নেতাকে পেটাল জামায়াত নেতা


রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মীর নাম রবিউল ইসলাম আশিক (২৪)। ওই এলাকাতেই তার বাড়ি। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধপাড়া থেকে উদ্ধার করে আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে আশিককে দেখতে হাসপাতালে ভিড় করেন।
আহত ছাত্রদলকর্মী আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, ‘‘কিছুদিন আগে নগরীর বুধপাড়াসহ ৩০নং ওয়ার্ড এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার লাগায়। এ সময় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশানের ৩০নং ওয়ার্ড উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।’’
ছাত্রদল করার কারণেই আশিকের ওপর জামায়াতের লোকেরা হামলা করেছে- বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, শুক্রবার রাতে আশিককে রামেক হাসপাতালে ভর্তির পর রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন তার ফেসবুক থেকে লাইভ করেন। এ সময় আহত আশিককে বলতে শোনা যায়- শুক্রবার রাতে সে বুধপাড়া মোড়ে বসে ছিল। এ সময় ৩০নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) সোহেল রানার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে একটি বাগানের মধ্যে রড দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বেদম পেটানো হয়েছে।
অন্যদিকে, ছাত্রদল কর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে আরএমপির মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনাটি তিনি রাতেই শুনেছেন। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ