কেন্দুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু লিখিত বক্তব্যে বলেন, উপজেলার সান্দিকোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুলসহ কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবির এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও উপজেলা যুবদলের আহ্বায়ক মাঈন উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ