• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৩৭৪

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, ঢাকায় ঢাকা সিটি করপোরেশনের ৯৪ জন এবং বাকি রোগীরা ঢাকা সিটির বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮,৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৬,৩৫৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ২০৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে সংক্রমণ আরও বৃদ্ধি পায়। তিনি মশা নিরোধক ব্যবহার, সচেতনতা ও প্রচারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধুমাত্র জরিমানা আর জনসচেতনতা যথেষ্ট নয়; সঠিক জরিপ এবং দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে ৩,২১,১৭৯ জন আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত ২, হাসপাতালে ভর্তি ৬১০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত ২, হাসপাতালে ভর্তি ৬১০
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২