• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল মরক্কো, সরকারের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

মরক্কোর তরুণদের (জেন-জি) বিক্ষোভ ছয় দিন ধরে চলেছে। ভালো সরকারি পরিষেবা এবং দুর্নীতির অবসানের দাবিতে আন্দোলনকারীরা এবার সরাসরি সরকারের পদত্যাগও দাবি করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  

আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানানো হলেও, মঙ্গলবার ও বুধবারের বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন দেখা যায়। এর জেরে সৃষ্ট সহিংসতায় পুলিশের গুলিতে তিনজন নিহত হন। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাবাত, কাসাব্লাঙ্কা, মারাকেশ ও আগাদিরের মতো প্রধান শহরগুলোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শান্তিপূর্ণ সমাবেশের পরই সম্প্রতি গঠিত জেন-জি ২১২, সরাসরি বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছে সরকারের বরখাস্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে।

গোষ্ঠীটি জানায়, মরক্কোর সাংবিধানিক অধিকার রক্ষা এবং তাদের সামাজিক চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় আমরা বর্তমান সরকার ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি।  একই সাথে তারা দুর্নীতির জন্য দায়ীদের বিচারের জন্য একটি ন্যায্য বিচার প্রক্রিয়া শুরুর আহ্বানও জানিয়েছে।

বিক্ষোভের শুরুতে গণগ্রেপ্তার ও নীরবতা অবলম্বন করলেও, অবশেষে সরকার নীরবতা ভেঙে সমাবেশের অনুমতি দিয়েছে। এমনকি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জনসমক্ষে তাদের ব্যর্থতা স্বীকার করতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রী আজিজ আখানুশ আলোচনার জন্য প্রস্তুত বলে জানালেও, জেন-জি ২১২ মনে করে ব্যবসায়ী-প্রধান এই সরকারই দেশটির গভীর বৈষম্যের প্রতীক।

এদিকে সংসদেও মন্ত্রীরা তাদের ব্যর্থতা স্বীকার করেছেন। বুধবার স্বাস্থ্যমন্ত্রী আমিন তেহরাউই স্বীকার করেন যে বিভিন্ন স্বাস্থ্য সংস্কার সত্ত্বেও সাফল্য অপর্যাপ্ত। আবাসন মন্ত্রী ফাতিমা জাহরা মানসৌরি আরও কঠোরভাবে ব্যর্থতা মেনে নিয়ে বলেছিলেন, আমরা ব্যর্থ হয়েছি। আমরা যদি সফল হতাম তবে আজ এই ক্ষোভও বজায় থাকত না।

প্রথমদিকে বিক্ষোভের স্লোগান ছিল ‘মানুষ স্বাস্থ্য ও শিক্ষা চায়’, যা ধীরে ধীরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়েছে। যেসব বিক্ষোভকারী ‘জেন-জি ২১২’-এর ডিসকর্ড পেজে যুক্ত, তাদের সংখ্যা মাত্র দেড় লক্ষ হলেও সরকারের ওপর চাপ বাড়াচ্ছে।

কাসাব্লাঙ্কার একজন ব্যবসায়ী লা মঁদ-এর মতে, “আখানুশকে বরখাস্ত করাই একমাত্র কার্যকর উপায়, যা বিক্ষোভকারীদের দাবির সঙ্গে তাৎক্ষণিক সাড়া দিতে পারে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিকিম যাওয়ার পথে বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু
সিকিম যাওয়ার পথে বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানা তাকাইচি
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন সানা তাকাইচি
ইসরায়েলি মন্ত্রী চান ফ্লোটিলা অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান
ইসরায়েলি মন্ত্রী চান ফ্লোটিলা অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান