• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশের পূজা দেখে হিন্দুস্তানের শিক্ষা নেওয়া উচিত- রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার পতন মানতে না পেরে ৫ আগস্টের পর হিন্দুস্তান বাংলাদেশবিরোধী নানাবিধ ষড়যন্ত্রে মেতে আছে। তারা বহুবার গুজব ছড়িয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছে। হিন্দু ধর্মালম্বীদের অত্যাচারের মিথ্যা গল্প তৈরি করেছে। অথচ নিজ মাটিতে হিন্দুস্তান সময়ে অসময়ে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। হিন্দু মুসলমানসহ সকল ধর্মের মানুষদের নিয়ে কিভাবে শান্তিপূর্ণ সহঅবস্থান সৃষ্টি করতে হয়, বাংলাদেশের পূজা দেখে হিন্দুস্তানের শিক্ষা নেওয়া উচিত। 

শনিবার (০৪ অক্টোবর) দিনব্যাপী ১২ সাংঠনিক জেলায় ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ শেষে, জেলা নেতৃবৃন্দের সাথে বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, দেশের মানুষের কাছে জাগপা’র বার্তা পৌঁছে দিতে হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে, লেভেল প্লেইং ফিল্ডে, হিন্দুস্তানের প্রভাবমুক্ত। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 

‎দিনব্যাপী লিফলেট বিতরণ শেষে ভার্চুয়াল সভায় যোগদান করেন নরসিংদী থেকে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: সফিকুল ইসলাম, চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোর থেকে প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, বগুড়া থেকে প্রেসিডিয়াম সদস্য মোঃ শামীম আক্তার পাইলট, দিনাজপুর থেকে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, নীলফামারী থেকে সহ-সভাপতি মোঃ জাকিউল আলম সাকি, গাইবান্ধা থেকে সাংঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ঢাকা থেকে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরা থেকে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, পঞ্চগড় থেকে জেলা সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, লক্ষ্মীপুর থেকে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, নারায়ণগঞ্জ থেকে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার স্বামীকে হত্যা করা হয়েছে
নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে হত্যা করা হয়েছে
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ
৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ