আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, তিন নতুন মুখ


অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে যুক্তরাষ্ট্র সফরের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দলে এসেছে তিন নতুন মুখ, ফিরেছেন দুই তারকা, আর নিশ্চিত করা হয়েছে এক ফরোয়ার্ডের অবস্থান।
প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো ক্যমবেসেস, রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং ব্রাজিলের পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো। বিশেষ করে মোরেনোর সাম্প্রতিক পারফরম্যান্স তাকে এনে দিয়েছে প্রাপ্য স্বীকৃতি।
এছাড়া দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ও বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি। শাস্তির কারণে আগের ম্যাচ মিস করেছিলেন এনজো, আর দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন সেনেসি। নিশ্চিত করা হয়েছে পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেসের অবস্থানও।
তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন লিওনেল মেসি। তার নাম স্বাভাবিকভাবেই স্কোয়াডে থাকলেও এবার সবচেয়ে আলোচনায় নতুন সংযোজনরাই। বিশ্বকাপজয়ী কোর গ্রুপের সঙ্গে ভবিষ্যতের সম্ভাবনাময় তরকারা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো চেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, হোসে ম্যানুয়েল লোপেস, জুলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো
ভিওডি বাংলা/ আরিফ