• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজবাড়ীর পাংশায় শুরু হলো আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট

রাজবাড়ী প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমজমাট পরিবেশে শুরু হয়েছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট। 

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ফুটবল উন্নয়ন সমিতি ও ঢাকা বিআরটিসি ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় রাজশাহী দল ১ গোলে জয়লাভ করে। খেলা দেখতে মাঠ ও আশপাশে উপচেপড়া দর্শকের ভিড় ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। 

এসময় তিনি বলেন, “গ্রাম পর্যায়ে এমন সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এই আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী করবে এবং মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি হারুণ অর রশিদ কালাম, সাধারণ সম্পাদক বাচ্চু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ ও আব্দুর রশিদ।

বক্তারা জানান, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সরিষা বয়েজ ক্লাব পুনরায় মাঠে ফিরেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার খেলাধুলার ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে।

টুর্নামেন্টকে ঘিরে সরিষা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। খেলার মাঠ ও আশপাশের গ্রামগুলোতে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলার পাশাপাশি তরুণদের সঠিক পথে রাখতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে।

আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিন মাঠে নামবে পাবনা জেলা ফুটবল একাদশ বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ। দর্শকরা ইতোমধ্যেই সেই ম্যাচের জন্য অপেক্ষা করছেন।

সরিষা প্রেমটিয়া বয়েজ ক্লাবের আয়োজনে এই আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শুধু খেলাধুলার উৎসব নয়, বরং স্থানীয় সমাজজীবনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সাদাপাথর লুট মামলায় এবার আ’লীগ নেতা গ্রেপ্তার
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
সন্ত্রাস-দুর্নীতি রুখতে তারেক রহমানের ৩১ দফাই সমাধান: রহমাতুল্লাহ
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন
দৌলতপুরে বাঁধ নির্মাণের দাবিতে শত শত মানুষের মানববন্ধন