চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন


চট্টগ্রামের বাকলিয়ায় একটি প্লাস্টিকের কারখানা আগুনে পুড়ে গেছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর কল্পলোক আবাসিকের উত্তর পাশে আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল সোয়া ৫টার দিকে কারখানায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো কারখানা ও এলাকা। পরে ফায়ারা সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো জানা যায়নি। সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক জানান, সোয়া ৫টার দিকে আগুন লাগে। এ সময় আশপাশে আতঙ্কে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভিওডি বাংলা/ এমএইচ