টপ নিউজ
রাকসু নির্বাচনে প্রচারণার সময়সীমা বাড়ল
রাবি প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৫, ০৯:৫০ পি.এম.


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষে প্রচারণার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন।
শনিবার (৪ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
এ সময় আগের মতোই আচরণবিধি যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারণা শুরু হয়ে চলার কথা ছিল ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।
ভিওডি বাংলা/ আরিফ