• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

চানখারপুলে ৬ হত্যা মামলা

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ শুরু করে। আজ তিনজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেন। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে রয়েছেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদ।

১৪ আগস্ট সপ্তম দিনে তিনজন সাক্ষী, এর মধ্যে দু’জন এপিবিএন সদস্য-কনস্টেবল অজয় কুমার ও কনস্টেবল আবদুর রহমান-জবানবন্দি দেন। ১১ সেপ্টেম্বর ষষ্ঠ কার্যদিবসে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন দোকানকর্মী টিপু সুলতান ও সরবরাহকারী মনিরুজ্জামান।

৭ সেপ্টেম্বর পঞ্চম দিনের সাক্ষ্যে শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি ও প্রত্যক্ষদর্শী রাব্বি হোসেনসহ তিনজন জবানবন্দি দেন।

২১ আগস্ট চতুর্থ দিনে শহীদ রাকিব হাওলাদারের বাবা জাহাঙ্গীর হোসেন ও ভাই রাহাত হাওলাদার সাক্ষ্য দেন। ১৩ আগস্ট তৃতীয় দিনে শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার ও তার স্বজনরা সাক্ষ্য দেন।

১২ আগস্ট দ্বিতীয় দিনে সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন ও শেখ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সাক্ষ্য দেন।
প্রথম দিনে (১১ আগস্ট) আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ সাক্ষ্য দেন।

মামলায় চার আসামি গ্রেপ্তার আছেন-শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম।

পলাতক চারজন হলেন-সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল পলাতকসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীকে কাঠগড়ায় দেখে কাঁদলেন দুর্জয়ের স্ত্রী
স্বামীকে কাঠগড়ায় দেখে কাঁদলেন দুর্জয়ের স্ত্রী
৬ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনে বাধা নেই
৬ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনে বাধা নেই
ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ
ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ