টপ নিউজ
ধানমন্ডি লেক থেকে তরুণের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২৫, ১২:০০ পি.এম.


ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির সুদাসদনের পেছনের লেক থেকে ওমর ফারুক (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ধানমন্ডি থানার এসআই খলিল জানিয়েছেন, প্রথমে লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরে নিহতের পরিবার থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেন। ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড়ের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভিওডি বাংলা/জা