• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতারণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি), বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। 

শনিবার (৪ অক্টোবর) ছনুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদানকালে চট্টগ্রাম বাঁশখালীতে রাস্তাঘাটের বেহাল দশার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। 

তিনি বাঁশখালীর অভ্যন্তরিক সড়কের বেহাল দশার কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় সময়মতো ফায়ার সার্ভিস টিম যেতে না পারায় অগ্নিকান্ডের ঘটনায় বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যোগাযোগ ব্যবস্থা ভাল থাকলে অগ্নিকান্ডের ঘটনায় কয় ক্ষতি কমিয়ে আসবে বলে মনে করেন তিনি। 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম