• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

“শিক্ষকতা পেশাঃ মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রোববার (৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয় র‍্যালি, গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা।

উপজেলার সকল পর্যায়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে সকাল ১০টায় পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পাংশা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সকাল ১১টায় পাংশা সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিধান ও গুণী শিক্ষক হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম (সোহরাব) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ. বি. এম. ওয়াহিদুজ্জামান, পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা আশয়ারী, একই মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খন্দকার মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের মূল তাৎপর্যের আলোকে বক্তব্য রাখেন, পাংশা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে পাংশা-কালুখালী উপজেলা শিক্ষক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে মৃত ও অবসরপ্রাপ্ত চারজন শিক্ষকের পরিবারকে গ্রাচ্যুইটির নগদ অর্থের চেক প্রদান করা হয়।

এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অতিথিবৃন্দ ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে শিক্ষক দিবস পালিত
শিবচরে শিক্ষক দিবস পালিত
নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
বাঁশখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতারণ
বাঁশখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতারণ