• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাটমোহরে র‍্যাবের অভিযানে রিভলবারসহ যুবক আটক

পাবনা প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার চাটমোহরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে একটি বিদেশি রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে।
 
র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, র‍্যাবের একটি আভিযানিক দল শনিবার (০৫ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী রাস্তার পাশে জনৈক আশরাফুলের বাড়ির পেছন থেকে রিপন মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, আটক রিপন মন্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

 ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা