• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির সুয়ারেজ-মেসি। সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) আগের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ইন্টার মায়ামি এবার জয়ের দেখা পেল লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে।
৫ অক্টোবর নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে মায়ামি। দলের হয়ে জোড়া গোল করেছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা।

তবে জয়ের আনন্দের মধ্যেও রয়েছে হতাশা। একই দিনে ফিলাডেলফিয়া ১-০ গোলে হারিয়েছে নিউইয়র্ক সিটিকে, যার ফলে তারা নিশ্চিত করেছে সাপোর্টার্স শিল্ড—মৌসুম শেষে সর্বাধিক পয়েন্ট পাওয়া দলকে দেওয়া হয় এই ট্রফি। গত বছর এ শিরোপা জিতেছিল মায়ামি।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির আলবা-মেসি।

এ জয়ে ৩৩ ম্যাচে ফিলাডেলফিয়ার পয়েন্ট দাঁড়ায় ৬৬। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে মায়ামি, আর ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাটি। ফলে শেষ দুই ম্যাচে জিতলেও ফিলাডেলফিয়াকে আর টপকাতে পারবে না মায়ামি। এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় শিল্ড জয়; এর আগে ২০২০ সালে শিরোপাটি জিতেছিল তারা।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ৩২ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাসেই জালের দেখা পান জর্দি আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান কমান ডোর টুরগেমেন। তবে এক মিনিট পরই মেসির দারুণ থ্রু পাস ধরে নিজের দ্বিতীয় গোল করেন আয়েন্দে। ৬৩ মিনিটে আলবা করেন নিজের দ্বিতীয় গোল, মায়ামির চতুর্থ।

ম্যাচ শেষে মৌসুম শেষে অবসর নিতে যাওয়া সার্জিও বুসকেৎসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় ইন্টার মায়ামি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপে একসঙ্গে যে দেশগুলো
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং
৩ বছর বয়সে দাবার ইতিহাসে বিশ্বরেকর্ড সর্বজ্ঞ সিং
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র প্রকাশ: কে কোন গ্রুপে খেলবে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র প্রকাশ: কে কোন গ্রুপে খেলবে?