• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পি.এম.
‘আমরা বিএনপি পরিবার' আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। ছবি-সংগৃহীত

প্রাণীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এবং প্রাণীদের প্রতি সচেতনতা বাড়াতে প্রতি বছর ৪ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ (সেভ এনিম্যালস, সেভ দ্য প্ল্যানেট) প্রতিপাদ্য নিয়ে এ বছর বিশ্ব প্রাণী দিবসের ১০০তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায়, বিশ্ব প্রাণী দিবস উদযাপনের অংশ হিসেবে, সামাজিক দায়বদ্ধতা ও প্রাণীদের প্রতি মমত্ব প্রকাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোববার (৫ অক্টোবর) রাজধানী ঢাকার পথ কুকুর-বিড়ালদের খাবার প্রদানের এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল। বেলা দুইটায় গুলশান ২ এর বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্কের সামনে থেকে এই কার্যক্রম শুরু করা হয় যা পর্যায়ক্রমে সারা ঢাকা শহরেই দিনভর চলমান ছিল। 

আতিকুর রহমান রুমন বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে। প্রতিটি প্রাণই মূল্যবান। বিশ্বের সকল ধর্মেই প্রাণী কল্যাণ ও প্রাণীদের যথাযথ সংরক্ষণ নিয়ে বলা হয়েছে। আমাদের দেশেও ভবিষ্যৎ প্রকৃতির ভারসাম্য রক্ষার্থেই প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে।

দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল; এই শ্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিশ্ব প্রাণী দিবসের সাথে একাত্মতা প্রকাশ করে ‘প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান’ এই প্রতিপাদ্যেও সংস্থাটি সহমত পোষণ করে। ইতিপূর্বে জলাতঙ্ক দিবসে কুকুর-বিড়ালদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচি ছাড়াও বর্তমানে আহত প্রাণীদের সেবায় অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সহায়তা প্রদান, প্রাণী উদ্ধার; ইত্যাদি কার্যক্রমের মাধ্যমেও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণ-প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। 

ঢাকার পথ কুকুর-বিড়ালদের জন্য বিশেষভাবে রান্না করা প্রায় ২৫০ কেজি সুষম খাবার প্রদানের এই বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রধান সমন্বয়কারী, আমরা বিএনপি পরিবার এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় চিড়িয়াখানার কিউরেটর, আতিকুর রহমান মিঠু। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন আহবায়ক আদনান আজাদ, মেহেদি হাছিব, বাপ্পী খান, শাহানা শিমু, শেখ আহমেদ ফরহাদ, নিশাত তামান্না, ফয়সাল বিন আলম, তৌফিক সিতু, তরিকুল ইসলাম তানিম, সীমান্ত সরকার, মিজানুর রহমান তাসিব, মোঃ হাসান আলী, সজীব তালুকদার, ইমরান রাশেদ, ফাইজুল ইসলাম নিল-সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন; আমরা বিএনপি পরিবারের সদস্য মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ ইত্যাদি ব্যক্তিবর্গ।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, ঢাকা শহরের পথ কুকুর-বিড়ালদের খাবার প্রদানের এই বিশেষ কর্মসূচি জনসাধারণকে প্রাণীদের প্রতি আরও সহনশীল ও মমত্বসুলভ আচরণ করতে অনুপ্রেরণা জোগাবে। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়
সার্বভৌমত্ব রক্ষায় গণহত্যাকারীদের রুখতে হবে: দুদু
সার্বভৌমত্ব রক্ষায় গণহত্যাকারীদের রুখতে হবে: দুদু
রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী
রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী