• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সিঁড়ি বেয়ে উঠলে বুক ধড়ফড় করছে?

লাইফস্টাইল    ৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে বুক ধড়ফড় করা অনেকের জন্য পরিচিত সমস্যা। কখনও এটি সাময়িক অনুভূতি হলেও, কখনও চিন্তার কারণ হতে পারে, বিশেষ করে শ্বাসকষ্টসহ। আসুন জেনে নিই এর কারণ ও করণীয়।

১. শরীরের সাময়িক অবস্থা
ক্লান্তি, মানসিক চাপ, অতিরিক্ত কফি বা চা, বা শরীরে পানিশূন্যতার কারণে অক্সিজেনের ঘাটতি হতে পারে। তখন সামান্য পরিশ্রমেও হার্টবিট বেড়ে যায় এবং বুক ধড়ফড় অনুভূত হয়।

২. শারীরিক সমস্যা
রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), থাইরয়েড সমস্যা, উচ্চ রক্তচাপ ইত্যাদি স্বাস্থ্য সমস্যাও সিঁড়ি বেয়ে ওঠার সময় বুক ধড়ফড়ের কারণ হতে পারে।

৩. মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ
সমতল মাটিতে হাঁটার তুলনায় সিঁড়ি বেয়ে ওঠা কঠিন। বেশি সময় সিঁড়ি ভাঙলে পায়ের পেশি ভারী হয় এবং শরীরে অক্সিজেন প্রবাহ কমে যায়। ফলে হার্ট দ্রুত রক্ত পাম্প করে এবং বুক ধড়ফড় হয়।

৪. শরীরচর্চার প্রভাব
নিয়মিত ব্যায়াম করলে হার্ট শক্তিশালী থাকে এবং সিঁড়ি ওঠার সময় চাপ কম অনুভূত হয়। অলস জীবনযাপনকারীদের ক্ষেত্রে সিঁড়ি ভাঙার সময় হার্টবিট ৩০-৪০% পর্যন্ত বেড়ে যেতে পারে। (ইউরোপিয়ান জার্নাল অব কার্ডিওভাসকুলার মেডিসিন)

৫. সতর্ক হওয়ার লক্ষণ
সিঁড়ি ভাঙার সময় বুক ধড়ফড়ের সঙ্গে যদি বুকে অস্বস্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ইসিজি, স্ট্রেস টেস্ট বা ইকোকার্ডিওগ্রামের মতো সহজ পরীক্ষায় বোঝা যায় সমস্যাটি সাধারণ না গুরুতর।

মাঝে মাঝে বুক ধড়ফড় স্বাভাবিক হলেও, উপসর্গ ঘন ঘন বা বাড়তে থাকলে সতর্ক হওয়া জরুরি।

সূত্র: আনন্দবাজার

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
চোখের নিচের কালো দাগ কখন হতে পারে স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম
এই উৎসবে নিজ হাতে বানান সুস্বাদু গোলাপজাম
সুস্বাদু চিংড়ির জল বড়া তৈরির রেসিপি
সুস্বাদু চিংড়ির জল বড়া তৈরির রেসিপি