• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে বাবলু (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে নিজ বাড়ির সামনেই মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। বাবলু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বাবলু বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করত। প্রতিদিনের মতো রবিবার ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল বাবলু । মাদরাসার পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ বলেন,বাবলু নামে এক মাদরাসাপড়ুয়া শিশু বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি।

সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা
নাগরপুরে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছিরা