• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৫ অক্টোবর ২০২৫, ০৯:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসাতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক অনন্য হিফজুল কুরআন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা আয়োজন করে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় (Ministry of Islamic Affairs, Dawah and Guidance)–এর বাংলাদেশস্থ রিলিজিয়াস অ্যাটাশে অফিস ও সৌদি দূতাবাস,বাংলাদেশ।

রোববার (৫ অক্টোবর) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলার মেধবী ছাত্ররা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ১৫ পাড়া এবং ৩০ পাড়ার ওপর দুইটি বিভাগে প্রতিযোগিতা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।

হাফেজ ক্বারী মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন,কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান। এই পবিত্র কিতাবের হিফজ ও প্রচারের মাধ্যমে আমরা ইসলামের সত্য বার্তা সমাজে ছড়িয়ে দিতে পারি। তরুণ প্রজন্মের মাঝে কুরআনের চেতনা জাগিয়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন,আজকের এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, তারা সবাই বিজয়ী। কারণ আল্লাহর বাণী মুখস্থ করাই সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমি সকল প্রতিযোগী, অভিভাবক ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা আব্দুস সোবাহান,মাওলানা আবুল খায়ের,মাওলানা আবু ইউসুফ,হাফেজ ক্বারী আব্বাস,শায়েখ তৌহিদুজ্জামান,হাফেজ ক্বারী আফনান,মাওলানা আবু সাঈদ

বিচারকবৃন্দ প্রতিযোগীদের কণ্ঠ, তাজবীদ, উচ্চারণ ও ধারাবাহিকতা অনুযায়ী মূল্যায়ন করেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও ওস্তাদগণ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সকলের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তি কামনা করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও অভিভাবক ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীদের  উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্ররা ভবিষ্যতে কুরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা
দেশকে অশান্ত করতে কুরআন অবমাননা