• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র থাকতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আসামি গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রম-১-এর অধীনে ফৌজদারি বিচার সংস্কারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফৌজদারি বিচার সংস্কারে চারটি বিষয় রাখা হয়েছে।

সেগুলো হলো—

১. গ্রেপ্তারকালে পুলিশের নেমপ্লেট ও পরিচয়পত্র থাকতে হবে, গ্রেপ্তারদের নিকটজনকে গ্রেপ্তারের তথ্য জানাতে থানা বাধ্য থাকবে, গ্রেপ্তারকৃত আহত বা অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এসব আইনি সুরক্ষা বিচারক তদারকি করবেন।

২. মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগের মতো ভুক্তভোগীকে মামলা করতে হবে না।

৩. মিথ্যা অভিযোগকারীর সাজা বেড়েছে, সাজা দিচ্ছেন বিচারক নিজেই।

৪. সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা বৃদ্ধি করা হয়েছে এবং সংক্ষিপ্ত বিচার পদ্ধতিকে কার্যকরী করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ
মাইলস্টোন ট্রাজেডি ৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ