• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৮ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক    ৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পি.এম.
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী । সংগৃহীত ছবি

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজার ৬৭৩ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত টানা অভিযান চালানো হয়। এতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখা ও সরকারি সংস্থাগুলো অংশ নেয়।

গ্রেপ্তারদের মধ্যে—

  • ১০,৬৭৩ জন আবাসন আইন,
  • ৪,১৭৮ জন শ্রম আইন, এবং
  • ৩,৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

অভিযান চলাকালে ২৫,৪৭৮ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। এছাড়া ২,১৩৯ জন দেশে ফেরার প্রস্তুতিতে আছেন এবং ১১,৫৪৪ জনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে ১,৪৭৯ জনকে—এর মধ্যে ৫৯% ইয়েমেনি, ৪০% ইথিওপিয়ান ও ১% অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় ধরা পড়েছেন ৫২ জন।

এ ছাড়া ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজের সুযোগ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে ৩১,০১৫ জন প্রবাসীর বিরুদ্ধে (যার মধ্যে ২৯,১৭২ জন পুরুষ ও ১,৮৪৩ জন নারী) আইনি প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধভাবে কাউকে সৌদিতে প্রবেশে সহায়তা করলে বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে ব্যবহৃত যানবাহন ও বাড়িও বাজেয়াপ্ত করা হবে।

নাগরিকদের অনুরোধ করা হয়েছে, আইন লঙ্ঘনের কোনো তথ্য জানা গেলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য।

সূত্র: সৌদি গ্যাজেট

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ