ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১


কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর থেকে ৯৫ পিস মাদকদ্রব্য ইয়াবার সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ রবিবার রাত আটটার দিকে ফুলবাড়ী থানার মাদক উদ্ধার করি একটি টিম এসআই (নিরস্ত্র ) নুর ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধৃত ব্যক্তির বাড়ি থেকে ৯৫ পিস ইয়াবা দুটি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২৮৫০০ হাজার টাকা এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯৫ টাকা উদ্ধার করে।
আটক ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম শফু (৩৭) পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- ধর্মপুর উত্তরপাড়া, থানা- ফুলবাড়ী , জেলা- কুড়িগ্রাম ।
আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে স্বীকার করে।
ভিওডি বাংলা/ এমএইচ