• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোর কিশোরীর

প্রেমকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ আহত ১৩

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা এলাকায় কিশোর কিশোরীর প্রেমকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ১৩জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজমান রয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) সকাল সাতটার দিকে সুজয় বালা ও পরিমল বালার সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। 

স্থানীয় সুত্রে জানা গেছে,  পাখুল্লার পরিমল বালার স্কুল পড়ুয়া মেয়ে হ্যাপি হালদারের  সাথে সম্পর্ক হয় একই এলাকায় রনজিত বালার নাতী স্কুল পড়ুয়া সত্যজিং হালদারের। এরি জেরে গত  তিন মাস আগে পরিমল ওই কিশোরকে মাদারীপুরের জালালপুরে এক  আত্নীয়ের  বাড়িতে সত্যজিংসহ তার বন্ধু প্রত্যয়কে মারধরের অভিযোগ ছিলো। মুলত এই ঘটনার রেশরধে এতে দুই পক্ষের নারীসহ ১৩জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আহত অন্য সবাই রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।  আহতরা হলেন জয়দেব(৪৫), গোপাল বালা( ৩৫), মিন্টু বালা (৩৫), স্বপন বালা ( ৬০), অসিত বালা( ৩০), প্রকাশ বালা( ৫০), বঙ্কিম বালা( ৫৭) সুজয় বালা( ৩৭), তুলিরানী বালা ( ৩২) উত্তম বালা ( ৫৩) নরেশ বালা ( ৫৬) ও সাগর বালা ( ২৫) । 

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান জানায়, ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় নবজাতকের লাশ উদ্ধার
পাংশায় নবজাতকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার
ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার