• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুলবাড়ীতে ৫ কেজি গাজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকার এনামুল হক এনার (২৮) ও একই উপজেলার নওদাবস এলাকার জিয়াউল হক জিয়া। 

পুলিশ জানায়, সোমবার দুপুরে  ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ মাদক ব্যবসায়ী এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা,  একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
মাদারীপুরে দু'গ্রুপের সংঘর্ষ সাংবাদিক-পুলিশসহ আহত ১৫
মাদারীপুরে দু'গ্রুপের সংঘর্ষ সাংবাদিক-পুলিশসহ আহত ১৫