রাঙ্গাবালীতে নির্বাচনী সভায় মোশাররফ হোসেন:
ধর্মের অপব্যবহার নিন্দনীয় অপরাধ


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের তক্তাবুনিয়া বাজার মাঠে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম. মোশাররফ হোসেন। বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে ইসলামী আন্দোলন ও জামায়াত মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলে, তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি তাদের প্রশ্ন করি-আমি যদি তাদের ভোট দিই, তাহলে কি বেহেশতে যাব? বেহেশত কেউ কাউকে দিতে পারে না, আল্লাহ ছাড়া। ধর্মের নাম ব্যবহার করে ভোট চাওয়া খুবই নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “অনেক মসজিদ ও মাদ্রাসায় গিয়ে সাধারণ মানুষকে ভুলভাবে বোঝানো হয়-ইসলামী আন্দোলন বা জামায়াতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আমি বলি, এভাবে ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না।”
সভায় সভাপতিত্ব করেন বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাচ্চু হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মনির হাওলাদার।
বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নের বহু গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতু এখনো অবহেলিত। বর্ষা মৌসুমে অনেক গ্রামীণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারা জানান, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ এলাকাভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন-হাজী হুমায়ুন শিকদার, সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি; আ. রহমান ফরাজী, সভাপতি রাঙ্গাবালী উপজেলা বিএনপি; এডভোকেট হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি; মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাধারণ সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি; হারুন আর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক রাঙ্গাবালী উপজেলা বিএনপি; কাজল তালুকদার, সাংগঠনিক সম্পাদক কলাপাড়া উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় জনগণও ব্যাপক অংশগ্রহণ করে সভাকে সফল করে তোলেন।
ভিওডি বাংলা-মো. কাওছার আহম্মেদ/জা