শ্রীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত


মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ (৭ অক্টোবর) মঙ্গলবার দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা আয়োজিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশন অফিসের আয়োজনে মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তারা এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক, সঞ্চালনা করেন সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোঃ সামছুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজাররা মো. মহিউদ্দিন আহম্মেদ, মো. লুৎফর রহমান ও মো. বুরহান উদ্দিন।
দিনব্যাপী প্রশিক্ষণে জেলার ৩২ জনকে অংশগ্রহণের মাধ্যমে ফিল্ড পর্যায়ে জনগণকে সচেতন করার ব্যবস্থা করা হয়েছে। তারা টাইফয়েড টিকাদানের কার্যকারিতা ও গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে জানাবেন।
ভিওডি বাংলা/জা