• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ভরসা মারুফা

স্পোর্টস ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নারী দল। ওই ম্যাচে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা আক্তার। এবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। আজ (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে হবে ম্যাচটি।

ম্যাচের আগে দলের বোলিং আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী জ্যোতি বলেন, "আগেও আমাদের দলে ভালো পেসার ছিল। তবে মারুফাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, তা আগে কেউ পায়নি।"

অধিনায়ক আরও যোগ করেন, "মারুফার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপে মনোযোগ রাখা। আশা করি, সব আলোচনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না।"

বাংলাদেশের বোলিং নিয়ে চিন্তিত ইংল্যান্ডের অলরাউন্ডার চার্লি ডিন বলেন, "পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে। তাদের বোলিং আক্রমণ সত্যিই দুর্দান্ত। আমাদের অবশ্যই মারুফার সুইং সামলানোর চেষ্টা করতে হবে।"

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ