• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ভিসা কঠোর নীতিতে ভোগান্তিতে ভারতীয় শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ অক্টোবর ২০২৫, ১২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভিসানীতি কড়াকড়ি করার কারণে ভোগান্তির মুখে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। মাত্র এক বছরের মধ্যে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন আগস্টে শুরু হয়। দেশটির কেন্দ্রীয় সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে মোট ৩,১৩,১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯.১ শতাংশ কম।

কমিশন জানিয়েছে, যেসব দেশের শিক্ষার্থীদের ভিসা সবচেয়ে কম দেওয়া হয়েছে, তার মধ্যে ভারত অন্যতম। গত আগস্টে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা ২০২৪ সালের আগস্টের তুলনায় ৪৪.৫ শতাংশ কমেছে। সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমলেও অনুপাত সমান নয়। চীনের ক্ষেত্রে আগস্টে ৮৬,৬৪৭ জন শিক্ষার্থী ভিসা পেয়েছেন, যা ভারতীয় শিক্ষার্থীর তুলনায় দ্বিগুণের বেশি।

এর পাশাপাশি চলতি বছরের গাজা সংক্রান্ত বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের মধ্যে একটি বড় অংশ ভারতীয় শিক্ষার্থীর।

ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসানীতি আরও কঠোর করেছে। একসময় শিক্ষার্থীরা নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও ভিসার আবেদন করতে পারতেন, কিন্তু এই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এইচ-১বি ভিসার ফি বাড়ানো হয়েছে, যা বিশেষ করে ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

ভিসানীতি বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ভারতের শিক্ষার্থীদের ভিসা কমিয়ে চীনের শিক্ষার্থীদের ভিসা বাড়িয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৮ হাজারের বেশি
সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৮ হাজারের বেশি
দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধস, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধস, সব পর্যটন স্পট বন্ধ
ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ধস
ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ধস