• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে লবন মাঠ দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে লবন মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত থেমে থেমে  উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত উভয়পক্ষের চারজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে তাদের  অবস্থা গুরুতর হওয়ায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত দুই কিশোর ছাড়া অপর দুজন হলেন আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সরল এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে আবুল মনসুর গ্রুপ ও কবির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। প্রভাব বিস্তার ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সৌরভ দেব বলেন,  আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লবণ মাঠ ও চিংড়ি ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। এর আগে বিভিন্ন সময় বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে একাধিকবার থানায় বৈঠক হয়েছে।

সোমবার রাতেও এ নিয়ে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়ালে কয়েকজন আহত হন।ঘটনাস্থল বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে । এখনো এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবন বাঁচাতে আকুল আবেদন কফিল উদ্দিনের পরিবারের
জীবন বাঁচাতে আকুল আবেদন কফিল উদ্দিনের পরিবারের
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন
পাংশায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
পাংশায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত