• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবারের নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ০১:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচন তিনি জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছেন। তিনি বলেন, “জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপে সিইসি এসব কথা বলেন। সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি আরও বলেন, দেশের জন্য কিছু করতে এবারের নির্বাচনকে শেষ সুযোগ হিসেবে নিয়েছি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য। তিনি নির্বাচনে সরাসরি কাজ করা বিশেষজ্ঞ ও নারী নেতাদের বক্তব্য শোনার গুরুত্বও উল্লেখ করেন।

এছাড়া, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী ও হাজতিদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদে নারী ও পুরুষ ভোটারের পার্থক্য ৩০ লাখ ছিল, যা কমিয়ে আনা হয়েছে। এছাড়া আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ও হাইব্রিড পদ্ধতি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিইসি বলেন, “এবিউজ অব এআই, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমার বয়স ৭৩। জীবনে এটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই লক্ষ্য। এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইসির সাবেক সচিব (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জকরিয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব খন্দকার মিজানুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব মো. নূরুজ্জামান তালুকদার, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক উপসচিব মিহির সরওয়ার মোর্শেদ, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) শাহ আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব মো. শাহেদুন্নবী চৌধুরী, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক উপসচিব মিছবাহ উদ্দিন, সাবেক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মো. শাহজাহান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে
নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে
আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি : ইসি সানাউল্লাহ
আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি : ইসি সানাউল্লাহ
অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি
অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি