টপ নিউজ
নতুন ২ বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৫, ০১:২৪ পি.এম.


ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দু'টি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’-এর অনুমোদন দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর নামে অনুমোদিত হয়েছে, যার ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।
অপরদিকে, ‘লাইভ টিভি’-এর অনুমোদন দেয়া হয় ১৪ জুলাই। এটি ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’-এর মাধ্যমে চালু হবে, ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। চ্যানেলটির মালিক আরিফুর রহমান, যিনি আগে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি।
ভিওডি বাংলা/জা