ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পুলিশের উপর হামলা


ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধারসহ এক আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টা ১০ মিনিটে সোনাগাজী থানার এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটির সময় জিআর ৮৫/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফ (উভয়ের পিতা- আবুল হাশেম, সাং- আহাম্মদপুর, ইউনিয়ন- আমিরাবাদ, থানা- সোনাগাজী, জেলা- ফেনী) এই দুইজনকে গ্রেফতারের লক্ষ্যে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আসামি ও পরিবারের সদস্যরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে আসামিরা পুলিশের একটি ওয়াকিটকি ও একটি শটগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) এবং অফিসার ইনচার্জ, সোনাগাজী মডেল থানা অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক অভিযান পরিচালনা করেন।
অভিযানের ধারাবাহিকতায় সকাল ৯টা ৪০ মিনিটে আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে লুন্ঠিত শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও অস্ত্র আইনসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ