• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পাংশা মডেল থানার এসআই রাজিব ঢালী ও যৌথবাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে স্থানীয় মনির বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, একটি সবুজ রঙের তাজা কার্তুজ, পাঁচটি সবুজ রঙের পটকা, একটি হাঁসুয়া ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পুলিশের উপর হামলা
ওয়ারেন্ট তামিল করতে গিয়ে পুলিশের উপর হামলা
গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তায় তীব্র ভাঙন ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি
গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তায় তীব্র ভাঙন ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি
জীবন বাঁচাতে আকুল আবেদন কফিল উদ্দিনের পরিবারের
জীবন বাঁচাতে আকুল আবেদন কফিল উদ্দিনের পরিবারের