ডিএমপির ঊর্ধ্বতনে বড় রদবদল


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী- ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।
এ ছাড়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে।
ভিওডি বাংলা/ এমএইচ